ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রবাসী-কর্মসংস্থান ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা দেবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রবাসী-কর্মসংস্থান ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা দেবে সরকার

ঋণ কার্যক্রম সম্প্রসারণে প্রবাসী কল্যাণ ব্যাংককে ৫০০ কোটি ও কর্মসংস্থানকে দুই হাজার কোটি টাকার আমানত দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে সারা দেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে নগদ সহায়তা ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যুবক শ্রেণি যেন বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে না বেড়ায়, তার জন্য একটা বিশেষ ব্যাংক তৈরি করে দিয়েছিলাম-কর্মসংস্থান ব্যাংক।  ব্যাংকটি সে সময় থেকে এখনও আছে।’

‘এ ব্যাংক থেকে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যেকোনও যুবক বা তরুণ-তরুণী কোনো জামানত ছাড়াই এখন থেকে স্বল্প সুদে দুই লাখ টাকা ঋণ নিতে পারবেন। এই ঋণ নিয়ে তারা নিজেরা ব্যবসা করতে পারবেন অথবা বন্ধু-বান্ধব মিলে ব্যবসা করতে পারবেন।  এই সুযোগ সৃষ্টির জন্য কর্মসংস্থান ব্যাংক আমি তৈরি করি।’

তিনি বলেন, ‘এই কর্মসংস্থান ব্যাংকে ঋণ প্রদান বৃদ্ধি করার জন্য আরও দুই হাজার কোটি টাকার বিশেষ আমানত দেওয়া হবে।  ওখান থেকে যুবক শ্রেণি যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায় তার জন্য সেখান থেকে ঋণ নিতে পারবে তারা।  নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে।’

এ সময় করোনা পরিস্থিতিতে প্রবাসীদের সংকটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের যারা প্রবাসী, তারা রেমিট্যান্স পাঠায়। তারা যেন ঘরবাড়ি বিক্রি না করে, ঋণ নিয়ে বিদেশে যেতে পারে, তার জন্য প্রবাসী কল্যাণ নামে আরেকটি বিশেষ ব্যাংক প্রতিষ্ঠা করেছি।  সেই ব্যাংকেও আমরা আরও টাকা দেব।  সেখানে আমরা অতিরিক্ত ৫০০ কোটি টাকা দেব।  এর আগে ওখানে আমরা প্রায় ৪০০ কোটি টাকা দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘হিজড়া, বেদে সম্প্রদায়ের মতো মানুষকে সহায়তা করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণায়ল উদ্যোগ গ্রহণ করছে।  মহিলা ও শিশু মন্ত্রণায়ল মা শিশুদের কি কি প্রয়োজন করোনার সময়ে তাদের জন্য কি করা যায় করছে।  এভাবে প্রত্যেক সেক্টরে কাজ করছি।’

তিনি বলেন, ‘আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে।  সেখানে আমার বাড়ি আমার খামার প্রকল্পের কাজ চলছে।  এই কর্মসূচি দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে।’

করোনা সংকটে দেশের এতিম ছেলে-মেয়েদের জন্য এতিমখানায় সরকার আর্থিক সহায়তা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের কথা চিন্তা করে কওমী মাদ্রাসাতে আর্থিক সহায়তা দিচ্ছি।  ১০ কোটি টাকার মতো দিয়েছি।  মসজিদের তালিকা করতে বলেছি।   সব মসজিদে রজমান উপলক্ষে কিছু আর্থিক সহায়তা দিয়ে দেবো।  সব জায়গায় মানুষের কষ্ট দূর করাই লক্ষ্য।  এতো মানুষ হয়তো বেশি দিতে পারবো না, কিন্তু কিঞ্চিৎ যাতে দিতে পারি, সেই চিন্তা করে এইসব পদক্ষেপ নিচ্ছি।’


পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়