ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন,  অধ্যাপক আনিসুজ্জামান গত ৫০ বছরের বেশি সময় ধরে আমার ব্যক্তিগত ও পারিবারিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন এক আলোকবর্তিকা। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। প্রগতিশীল চেতনার অধিকারী এ মহান ব্যক্তিকে বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

ড.মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান  এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বৃহস্পতিবার (১৪ মে) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান (৮৩)।

বিকেল ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়