ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা চিকিৎসা সহায়তায় মাইক্রোবাস উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা চিকিৎসা সহায়তায় মাইক্রোবাস উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় গাজীপুরে দুটি মাইক্রোবাস উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সোমবার (১৮ মে) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে কোভিড-১৯ নমুনা সংগ্রহের  জন্য একটি এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তারদের যাতায়াতের জন্য আরো একটি মাইক্রোবাস দিয়েছেন।  গাজীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে চাবি হস্তান্তর করেছেন জাহিদ আহসান রাসেল।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিপক্ষ দৃশ্যমান ছিলো তাই সবাই যুদ্ধ করতে পেরেছিলো। কিন্তু দেশে যে মহামারি দেখা দিয়েছে এটি একটি অদৃশ্য শক্তি এখানে যুদ্ধ করতে ঢাল তলোয়ার দিয়ে কাজ হবে না।  এখানে জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ