ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্বাসকষ্টে মারা গেছেন ভিকারুননিসার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শ্বাসকষ্টে মারা গেছেন ভিকারুননিসার শিক্ষক

ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের শিক্ষক তাজিম বিনতে রহমান (৪০) শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নমুনা পরীক্ষা করে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

বুধবার (৩ জুন) রাজধানীর ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে তার মৃত‌্যু হয়েছে। তাকে শাজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফৌওজিয়া রেজওয়ানা জানিয়েছেন, ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের বেইলি রোড শাখার ইংলিশ ভার্সনের শিক্ষক ছিলেন তাজিম বিনতে রহমান। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২৫ মে তাজিম বিনতে রহমানকে রাজধানীর বড় বড় হাসপাতালে নেওয়া হলেও সেগুলোতে ভর্তি নেওয়া হয়নি। পরে তাকে ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশনের মাধ্যমে তার কন্যা সন্তান হয়।

সন্তান প্রসবের পর কয়েক দিন ভালো ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে আবার শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়। বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়