ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: সোহাগের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: সোহাগের জামিন নামঞ্জুর

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় সোহাগ হোসেনের (৪৭) জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ভার্চুয়াল আদালত।

বুধবার (১০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ভার্চুয়াল কোর্টের বিচারক আতিকুল ইসলাম শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন।

সোহাগের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী ইমরুল হাসান। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ৮ জুন সোহাগ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হয়েছিল ৩৮ বাংলাদেশিকে।  পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এরপর বাংলাদেশে বিভিন্ন থানায় মানবপাচারে জড়িত থাকার অপরাধে ২২টি মামলা দায়ের করা হয়।


ঢাকা/মামুন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়