ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘নাসিম ও শেখ আবদুল্লাহর মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘নাসিম ও শেখ আবদুল্লাহর মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা এ কথা বলেন।

তারা বলেন, ‘করোনার কারণে নাসিমের মতো জাতীয় নেতার মুখটা শেষবারের মতোও দেখা যায়নি। তাই করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি কার্যকর উদ্যোগ নিতে হবে।’

বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘সদা হাস্যোজ্জল ও বিনয়ী মোহাম্মদ নাসিম ছিলেন প্রাণচাঞ্চল্যে ভরা। এমপি-মন্ত্রী ও জাতীয় নেতা ক্যাপ্টেন মুনসুর আলীর সন্তান হয়েও তিনি অত্যন্ত সাদামাঠা জীবন-যাপন করতেন। জনগণের আস্থা অর্জন করেছিলেন। আমরা একই দল না করলেও তাকে দেখলে মনে হতো তাকে সব কথাই বলা যায়। শত বিপদ ও ঝুঁকির মুখেও তিনি পিছু হটেননি।’ 

সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘রাজনৈতিক কারণে বাবা-ছেলের একসঙ্গে জেলে থাকার ঘটনা মোহাম্মদ নাসিমের ক্ষেত্রে ঘটেছে। বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সব সময় সামনে ছিলেন। বারবার পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। রাজনীতিতে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন তা জনগণ অনন্তকাল মনে রাখবেন।’

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মোহাম্মদ নাসিমের সাহসী ভূমিকা তুলে ধরে ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ‘১৪ দলের সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা তার সঙ্গে কাজ করতে গিয়ে কখনো ভাবিনি আমরা অন্য দলের। মনে হয়েছে, একই রাজনৈতিক পরিবারের। সবাইকে সহজেই আপন করে নিতেন।’

জাপার কাজী ফিরোজ রশীদ বলেন, ‘শুধু সরকারি দলের নেতা-কর্মীদের নয়, বিরোধী দলের খোঁজ-খবরও রাখতেন তিনি। সংসদে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিতেন। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকে লড়াই সংগ্রাম শুরু করেন তিনি। বিএনপি-জামায়াতের শাসন আমলে বহুবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি।’

 

ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়