ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মাস্ক পরা নিশ্চিত করা না গেলে করোনা প্রতিরোধ সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মাস্ক পরা নিশ্চিত করা না গেলে করোনা প্রতিরোধ সম্ভব নয়’

শতভাগ মাস্ক পরা নিশ্চিত করা না গেলে করোনা প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বৃহস্পতিবার (২৫ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

নাসিমা সুলতানা বলেন, ‘চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনসহ সব পর্যায়ের লোকজন করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে মারা যাচ্ছেন। করোনা প্রতিরোধে  সচেতন হতে হবে। করোনা প্রতিরোধের জন্য যা যা করণীয় তা অবশ্যই পালন করি। মাস্ক পরিধান করা, বার বার ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এখনো শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে পারিনি। এটা নিশ্চিত করা না গেলে করোনা প্রতিরোধ করা সম্ভব না। কাজেই আমরা সবাই সতর্ক থাকি। যেগুলো ঝুঁকি বাড়ায় সেগুলো থেকে নিজেদেরকে বিরতি রাখি। ধুমপান করা, অযথা বাইরে যাওয়া থেকে বিরতি থাকি।’

এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬২১ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

 

ঢাকা/মামুন/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ