ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বাজেটে স্বাস্থ্য-কৃষি-সামাজিক নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বাজেটে স্বাস্থ্য-কৃষি-সামাজিক নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে’

ফাইল ফটো

আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত ২০টি বাজেট দিয়েছে উল্লেখ করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বাজেটে স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহাদুর্যোগের কারণে আজকে বিশ্ব অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে।  আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি চার দশমিক ৯ শতাংশ সংকুচিত হবে বলে প্রাক্কলন দিয়েছে।  করোনার প্রভাবে বিশ্বব্যাপী ১৯ কোটি ৫০ লাখ কর্মীর চাকরি হ্রাস, বৈশ্বিক এফডিআই প্রবাহ ৫ থেকে ১৫ শতাংশ হ্রাস এবং বৈশ্বিক রেমিটেন্স ২০ শতাংশ হ্রাস পাবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঘোষণা দিয়েছে।  ঠিক এ পরিস্থিতিতে আমরা দেশে একটি বাজেট প্রণয়ন করেছি।  এই বাজেট প্রণয়ন অত্যন্ত কঠিন ও দুরূহ কাজ ছিল।’

এসময় প্রধানমন্ত্রী বাজেট প্রণয়নের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। 

করোনাভাইরাসে প্রাণ হারানো সবার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, করোনা মহামারির হাত থেকে দেশবাসী ও বিশ্ববাসী যেন মুক্তি পান।  করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীনরা যেন সুস্থ হয়ে ওঠেন আজকে এই দোয়া করছি।


ঢাকা/আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়