ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো এএসডি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো এএসডি

বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সংস্থার ক্ষুদ্র ঋণগ্রহীতা করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মাস্ক এবং সাবান তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এএসডির ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজেষ্টার রেসপন্স কো-অর্ডিনেটর এম এ করিম, ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রকল্প কর্মকর্তা নূর মোহাম্মদ, অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার সুজন মাহ্‌মুদ ও বেগম নুরজাহান মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. শামীম হোসাইন প্রমুখ।

 

 

হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়