ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুইজারল্যান্ডে যাচ্ছে রাজশাহীর আম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুইজারল্যান্ডে যাচ্ছে রাজশাহীর আম

বেসরকারিভাবে সুইজারল্যান্ডে রপ্তানি শুরু হচ্ছে রাজশাহীর আম।

রোববার (১২ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।  এর মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

তিনি জানান, রাজশাহীর আম রপ্তানি শুরু করেছে নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্ম লিমিটেড।  প্রথম চালান সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে আজ।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রথম চালানে কোনো সমস্যা না হলে এটি চলবে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত।  যাবে আরও কিছু দেশে।

এবারের অভিজ্ঞতা নিয়ে ২০২১ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এবছর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিলো ১০০ টন, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হচ্ছে না, বলেও জানান প্রতিমন্ত্রী।

 

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়