ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঈদের ৭ দিন আগে বেতন-বোনাস পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের ৭ দিন আগে বেতন-বোনাস পরিশোধের দাবি

আসন্ন ঈদুল আজহার কমপক্ষে এক সপ্তাহ আগেই শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশনগুলোর জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান স্কপের যুগ্ম সমন্বয়কারী ফজলুল হক মন্টু, নাঈমুল আহসান জুয়েল, শ্রমিক নেতা শাহ মোহাম্মদ জাফর, আনোয়ার হোসেন, মেসবাহ উদ্দিন আহমেদ, ওয়াজেদুল ইসলাম খান, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন প্রমুখ।

নেতারা বলেন, গত রমজানের ঈদ শ্রমিকরা প্রচণ্ড কষ্টে অতিবাহিত করেছেন। মালিকদের দুরভিসন্ধি ও অবহেলার কারণে শ্রমিকরা বেতন, বোনাস নিয়ে দুর্ভোগের পাশাপাশি ছাঁটাই এবং লে-অফের যন্ত্রণা ভোগ করেছেন। সরকারের প্রণোদনা নিয়েও মজুরি পরিশোধে টালবাহানা করেছেন অনেক গার্মেন্টস মালিক। এই পরিস্থিতি যেন কোররবানি ঈদের সময় না হয় সে ব্যাপারে সতর্ক করেন তারা।

মালিকদের অবহেলার কারণে ঈদ যেন শ্রমিকদের জন্য আশঙ্কা ও উত্তেজনার বিষয় না হয়, সে বিষয়ে নজর রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতারা।

বোনাস নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার দায় মালিকদেরকে বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়