ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

প্রথম উন্নয়ন প্রকল্প পাচ্ছেন মেয়র আনিসুল!

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম উন্নয়ন প্রকল্প পাচ্ছেন মেয়র আনিসুল!

আনিসুল হক

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনভুক্ত কূটনৈতিক পল্লীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নে একটি উন্নয়ন প্রকল্পে আজ মঙ্গলবার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

 

এর ফলে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আনিসুল হক দায়িত্ব গ্রহণ করেই উন্নয়ন কাজে হাত দিতে পারছেন।

 

প্রকল্পটির গুরুত্ব সর্ম্পকে আজ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় কূটনৈতিক পল্লী, বেশিরভাগ কর্পোরেট হাউজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা বিদ্যমান। এ এলাকা থেকে সর্বাধিক পরিমাণ রাজস্ব আদায় হয়ে থাকে। অথচ দীর্ঘদিন এ এলাকায় আলাদাভাবে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাস্তা, নর্দমা এবং ফুটপাত নির্মাণ বা পুনঃনির্মাণ করা হয়নি।’

 

তিনি আরো বলেন, ‘বর্তমানে বিভিন্ন রাস্তা, নর্দমা এবং ফুটপাত নির্মাণ ও উন্নয়ন এবং সড়কের জলাবদ্ধতা নিরসনে, বিকল্প গ্রহণ করে ড্রেনেজ লাইন নির্মাণের মাধ্যমে বনানী এলাকার দূষণ নিরসন করা জরুরি। তাই এসব কিছু বিবেচনায় প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়েছে।’

 

প্রস্তাবনা অনুযায়ী, প্রকল্পটির মাধ্যমে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা, প্রায় ৫৬ কিলোমিটার খোলা ড্রেন, ২৫ কিলোমিটার পাইপ ড্রেন নির্মাণ ও ৫৬ কিলোমিটার ফুটপাত উন্নয়ন করা হবে।

 

এদিকে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামী একনেক সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়নেও আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হতে পারে।

 

দক্ষিণ সিটি করপোরেশন এলাকার জন্য ২৪২ কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা ওয়াসার অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ’ প্রকল্পটি আগামী একনেক কার্যতালিকায় যুক্ত করা হতে পারে।

 

প্রসঙ্গত, এর আগে গত মাসে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে প্রকল্পটি একনেক কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৫/হাসান/সুমন 

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়