ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

বিমান খাতে কারিগরি সহায়তা দেবে লিথুনিয়া

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমান খাতে কারিগরি সহায়তা দেবে লিথুনিয়া

বাংলাদেশ ও লিথুনিয়ার পতাকা

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশে দক্ষ বৈমানিক তৈরিসহ বিমান খাতে কারিগরি সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে লিথুনিয়া।

সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত লিথুনিয়ার রাষ্ট্রদূত লাইমনাস টালাট কেল্পসা।

এ সময় তারা বিমান পরিবহণ ও পর্যটন খাতের উন্নয়নসংক্রান্ত বিষয় ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের জন্য খুবই লাভজনক ও বিনিয়োগবান্ধব একটি দেশ। সরকারের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগাতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনসহ বিভিন্ন খাতে লিথুনিয়ার বিনিয়োগকারীরা এগিয়ে আসবে।’

রাশেদ খান মেনন আরো বলেন, ‘আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিমান পরিবহণ ব্যবস্থা যুগোপযোগী করে গড়ে তুলতে দেশে বৃহত্তম বিমানবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নিতে যাচ্ছে বর্তমান সরকার। খুব শিগগিরই এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।’

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৫/শফিক/রফিক/কমল কর্মকার

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়