ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

কমিউটার ট্রেন চালু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১০ মার্চ ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
কমিউটার ট্রেন চালু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে

স্টাফ রিপোর্টার
সংক্ষিপ্ত দূরত্বের অফিসগামী যাত্রীদের দ্রুত পরিবহনের লক্ষ্য নিয়ে আগামী সপ্তাহ থেকে দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কমিউটার ট্রেন। ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট নামে পরিচিত এ ধরনের দুটি ট্রেন ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে চলাচল করবে।
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ওয়ার্কশপে বর্তমানে ট্রেন দুটির সর্বশেষ পরীক্ষা-নীরিক্ষা চলছে।
প্রতিটি ট্রেনে থাকবে তিনটি করে বগি। ২০ কিলোমিটার দীর্ঘ কমলাপুর-নারায়ণগঞ্জ রুটে ট্রেনগুলো দিনে ৬ বার যাতায়াত করবে।
বর্তমানে বাসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পৌঁছুতে কমপক্ষে ২ ঘন্টা সময় লাগে। অন্যদিকে, এই ট্রেনে যাতায়াতের জন্য মাত্র ২০-২৫ মিনিট সময় লাগবে।
কমলাপুর এবং নারায়ণগঞ্জের মধ্যে বর্তমানে মাত্র একটি ট্রেন যাতায়াত করে থাকে। এই ট্রেনটি সর্বদাই যাত্রীতে পূর্ণ থাকে।
বাংলাদেশ রেলওয়ে’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ’কমলাপুর এবং নারায়ণগঞ্জের মধ্যে আমরা দুটি কমিউটার ট্রেন চালু করতে যাচ্ছি। এধরনের একটি একটি ট্রেন প্রতিবার ৩০০ যাত্রী পরিবহনে সক্ষম। এই ট্রেনগুলো খুব দ্রুত চলবে কেননা প্রতিটি ট্রেনের উভয় প্রান্তেই রয়েছে ইঞ্জিন।’
তিনি বলেন, যেহেতু প্রচুর সংখ্যক যাত্রী প্রতিদিন টঙ্গী, জয়দেবপুর, ভৈরব ও নারায়নগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করে থাকেন, সেহেতু প্রতিদিন তাদেরকে বাসে করে রাজধানীতে আসতে ও ফিরে যেতে হয়। এ বিবেচনায় ট্রেন দুটি চালু করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের আরেক কর্মকর্তা বলেন, পাশ্ববর্তী জেলাগুলো থেকে যে কেউ কমিউটার ট্রেনে ঢাকায় আসতে পারবেন এবং কাজ শেষে একই দিন আবার ফিরে যেতে পারবেন।  
চীন থেকে আমদানীকৃত ২০টি কমিউটার ট্রেনের মধ্যে এ দুটি হচ্ছে প্রথম চালান। আরো কয়েকটি ট্রেন শীঘ্রই চট্টগ্রাম বন্দরে চলে আসবে। চীনের একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ৫৮.৩১ মিলিয়ন ডলারের চুক্তির আওতায় ট্রেনগুলো সরবরাহ করছে।
জানা গেছে, পাহাড়তলী ওয়ার্কশপে চীনা প্রকৌশলী ও কারিগরদের সহায়তায় ট্রেনগুলোকে পরীক্ষামূলকভাবে চালানোর পর সেগুলোকে আনুষ্ঠানিকভাবে চালানো হবে।
রেলওয়ে কর্মকর্তারা বলেন, এই কমিউটার ট্রেনগুলো আধুনিক এবং ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলাচল করতে সক্ষম।
রেলওয়ে সূত্রগুলো আরো জানায়, চীন থেকে আমদানীকৃত এই ট্রেনগুলো ধীরে ধীরে চট্টগ্রাম-ফেনী, চট্টগ্রাম-নাজিরহাট এবং চট্টগ্রাম-দোহাজারি রুটে চালু করা হবে। উত্তরাঞ্চলীয় দুটি রুট--দিনাজপুর-পার্বতীপুর-রংপুর এবং লালমনিরহাট-পার্বতীপুর-সৈয়দপুর রুটেও এই ট্রেনগুলো চালু করা হবে।   

রাইজিংবিডি২৪.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়