ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সেনাবাহিনীতে যুক্ত হল আরেকটি পদাতিক ডিভিশন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
সেনাবাহিনীতে যুক্ত হল আরেকটি পদাতিক ডিভিশন

পদাতিক ডিভিশনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সিলেট, ১৭ সেপ্টেম্বর: বাংলাদেশ সেনাবাহিনীতে ১৭ পদাতিক ডিভিশন নামে নতুন একটি ডিভিশনের যাত্রা শুরু হল।

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের জালালাবাদ সেনানিবাসে নতুন এ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এ পদাতিক ডিভিশনের সঙ্গে সংযুক্ত ৩৬০ পদাতিক ব্রিগেড এবং ৩২ ও ৩৩ পদাতিক বীরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জালালাবাদ সেনানিবাসে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

এর আগে শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে সিলেটে কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে শাহজালালের মাজার জিয়ারত ও দোয়া পাঠ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যান হযরত শাহপরান (র.) এর মাজারে।  

বিকেলে প্রধানমন্ত্রী গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমী মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। সেখানে প্রায় ৪শ’ কোটি টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।  

রাইজিংবিডি / ইকবাল / ডিএইচ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়