গৃহকর্মীর রেজিস্ট্রেশন করতে নতুন আইন হবে: চুমকি
|| রাইজিংবিডি.কম
ওসিসি সেন্টারে আদুরীকে দেখতে চুমকি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১ অক্টোবর: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, গৃহকর্মীদের নিরাপত্তা বিধানের জন্য তাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে নতুন আইন করার উদ্যোগ নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন নির্মম নির্যাতনের শিকার গৃহকর্মী আদুরীকে (১০) দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এই সময় আদুরীর প্রয়োজনীয় কাপড়-চোপড় দেয়ার পাশাপাশি আদুরীর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর বারিধারায় ডাস্টবিনে আশঙ্কাজনক অবস্থায় আদুরীকে উদ্ধার করে পুলিশ। পল্লবীতে সাইফুল ইসলাম ও নওরীন জাহান নদী দম্পতির বাসায় বাসায় কাজ করতো সে। এমএলএম ব্যবসার সঙ্গে জড়িত সাইফুল আগে থেকেই পলাতক। তবে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী নদীকে গ্রেফতার করেছে পুলিশ।
এক বছর ধরে নদীর বাসায় গৃহকর্মী হিসাবে কর্মরত ছিল আদুরী। বিভিন্ন সময় তাকে শারীরিক নির্যাতন করতেন নর্দী। ঠিকমত খেতে দিতেন না। এমনকি তার মা এবং আত্মীয়স্বজন কারো সঙ্গে যোগাযোগ করতে দিতেন না। প্রতিমাসে মাত্র ৫০০ টাকা নদীর আত্মীয় চুন্নু মিয়ার মাধ্যমে আদুরীর মায়ের কাছে পাঠানো হতো।
রাইজিংবিডি/টিআইএস/আরআর
রাইজিংবিডি.কম