টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন আলী ইমাম মজুমদার
এম এ রহমান || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সদস্য নির্বাচিত হওয়ার পর বুধবার বোর্ডের ৮৯তম সভায় যোগ দেন তিনি।
চলতি বছরের ২২ জুলাই বোর্ডের ৮৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ১৯৭৭ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে সরকারি চাকরি জীবন শুরু করেন। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আলী ইমাম মজুমদার বাংলাদেশ বিমান ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের অবৈতনিক সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সুশাসন বিষয়ক প্রবন্ধ ও বিভিন্ন জাতীয় ইস্যুতে নিয়মিত মন্তব্যধর্মী লেখার মাধ্যমে অবসর যাপন করছেন।
ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের বর্তমান সদস্যরা হলেন- চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, মহাসচিব সেলিনা হোসেন, কোষাধ্যক্ষ মাহফুজ আনাম, সদস্য সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, এম হাফিজউদ্দিন খান, রোকেয়া আফজাল রহমান, ড. এ টি এম শামসুল হুদা, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং ড. আকবর আলী খান।
রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৬/এম এ রহমান/সাইফ
রাইজিংবিডি.কম