ঢাকা     সোমবার   ১১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৭ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী আন্দোলনের সংলাপ ৯ জানুয়ারি

এমএ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী আন্দোলনের সংলাপ ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বঙ্গবভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামী ৯ জানুয়ারি সংলাপ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেবে। ইতিমধ্যে প্রতিনিধিদলের সদস্যদের নাম বঙ্গভবনে পাঠানো হয়েছে। প্রতিনিধিদলে আছেন- সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন,  যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৭/এমএ খান/রফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়