ইজতেমায় সহস্রাধিক বিদেশি অংশ নিচ্ছেন
নিজস্ব প্রতিবদেক, গাজীপুর : টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব। তাবলিগ জামাতের তিন দিনব্যাপি এ বিশ্ব ইজতেমায় অংশ নিতে সকাল পর্যন্ত সহস্রাধিক বিদেশি মুসল্লি ইজতেমা মাঠে পৌঁছেছেন।
দ্বিতীয়পর্বের বিশ্ব ইজতেমায় বাদ ফজর বয়ান করেন ভারতের দিল্লির মাওলানা মো. শামীম। আর এ বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. নূর রহমান। এতে দেশের ১৭ জেলার মুসল্লিদের পাশাপাশি ভারত, পাকিস্থান, ইরান, ইরাক, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নিচ্ছেন।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-২) মো. মমিনুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নিতে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের ৬৯টি দেশের ১ হাজার ৩৬৫ জন মুসল্লি ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন। তারা ইজতেমা মাঠের উত্তর-পশ্চিম পাশে তৈরি করা বিদেশি নিবাসে অবস্থান করছেন।
আগামী রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব তথা এবারের ৫২তম বিশ্ব ইজতেমা।
একই ময়দানে গত ১৩ জানুয়ারি শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। প্রথমপর্বে ঢাকা, গাজীপুরসহ ১৭ জেলার মুল্লিরা অংশ নেন। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় প্রথমপর্ব। চার দিন পর আজ শুরু হলো দ্বিতীয়পর্ব।
রাইজিংবিডি/গাজীপুর/২০ জানুয়ারি ২০১৭/হাসমত আলী/বকুল
রাইজিংবিডি.কম