ঢাকা     সোমবার   ১১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৭ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ইফতেখার কাশেম (৫৩) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন ফারুক এ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ওই ব্যক্তি মহাখালীর রেলক্রসিং হেঁটে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি আন্তঃনগর ট্রেনের নিচে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে যায়। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলশান-১ এর পার্টনার ইন হেলথ হাসপাতালে ইফতেখার কাশেম চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাসা আদাবরের মোহাম্মদিয়া হাউজিংয়ে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়