ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ছাত্রদল নেতা সোহেল ও উজ্জল তিন দিনের রিমান্ডে

জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৭ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রদল নেতা সোহেল ও উজ্জল তিন দিনের রিমান্ডে

আটক ছাত্রদল নেতা সোহেল ও উজ্জল

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৭ ডিসেম্বর: রাজধানীর শাহবাগে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ছাত্রদল নেতা সোহেল ও উজ্জলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে মহানগর আদালত।

শনিবার বিকেলে তাদের সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী শুনানি শেষে তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় শাহবাগের শিশুপার্কের সামনে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হন ১৮ যাত্রী।

গোপন অভিযানের মাধ্যমে শুক্রবার রাতে রাজধানীর শান্তিনগর থেকে ৭০নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. উজ্জল হোসেন (২৬) এবং বংশাল থেকে ছাত্রদল কর্মী মো. সোহেল চানকে (২৮) আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার  আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

এদিকে পুলিশ দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে।  

 

রাইজিংবিডি / জিসান / এএম / সনি

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়