ঢাকা     সোমবার   ১১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৭ ১৪৩১

নৌযান শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌযান শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতা-কর্মীরা শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঢাকা অঞ্চল থেকে বিভিন্ন জাহাজের শ্রমিকরা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন।

১১ দফা দাবি আদায়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাহাদুর শাহ, রায় সাহেব বাজার, ইংলিশ রোড, ফুলবাড়িয়া, গুলিস্তান, জিপিও, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ভূঁইয়ার সভাপতিত্বে, দপ্তর সম্পাদক প্রকাশ দত্তের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী আফসার হোসেন, প্রচার সম্পাদক শেখ আবুল কাশেম, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ড্রাইভার, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ঢাকা আঞ্চলিক শাখার সভাপতি মালেক মাস্টার, কার্যকরি সভাপতি বাহাদুর মাস্টার, জাহাঙ্গীর আলম, বজলুর রহমান, জাকির হোসেন, সিরাজুল ইসলাম স্বপন, আব্দুর রহমান, মো. খোকন মিয়া প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ দফা দাবি নিয়ে সরকার, মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র দিয়ে অবহিত করার পরও এ ব্যাপারে কোনো কার্যকরি উদ্যোগ নেওয়া হয়নি। যার কারণে শ্রমিকরা কর্মবিরতির কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

তারা বলেন, ১৫ এপ্রিলের মধ্যে নৌযান শ্রমিকদের দাবি বাস্তবায়ন করতে হবে। না হলে ১৫ এপ্রিল মধ্যরাত ১২ টা ১মিনিট থেকে শ্রমিকরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবে।




রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়