ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পিএসসির নতুন চেয়ারম্যান ইকরাম আহমেদ

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৩ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিএসসির নতুন চেয়ারম্যান ইকরাম আহমেদ

পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৩ ডিসেম্বর: পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ইকরাম আহমেদ। সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রনালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮/১ অনুচ্ছেদের বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ইকরাম আহমেদকে  পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয় সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে তার এই নিয়োগ সংস্থার সদস্য পদ থেকে পদত্যাগ সাপেক্ষে কার্যকর হবে।

ইকরাম আহমেদের জন্ম ১৯৫১ সালের ১৪ এপ্রিল । তিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে কাজ করেন।  

 

রাইজিংবিডি / শফিক / মিথুন / এএম

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়