ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

পুরান ঢাকার আজাদ সিনেমা হলে আগুন

সনি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৩ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুরান ঢাকার আজাদ সিনেমা হলে আগুন

আজাদ সিনেমা হল

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৩ ডিসেম্বর:রাজধানীর পুরনো ঢাকার আজাদ সিনেমা হলে সোমববার রাত পৌনে ১০টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম জানান, সিনেমা হলটির নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এ আগুনে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

সিনেমা হলের এক কর্মচারি জানান, আগুনে হলের ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

 

 

রাইজিংবিডি / প্রতিবেদক / সনি

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়