ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

টোকিও অলিম্পিকেও বাংলাদেশী প্রকৌশলী তপন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টোকিও অলিম্পিকেও বাংলাদেশী প্রকৌশলী তপন

ব্রাজিলের রিও’র পর এবার টোকিও অলিম্পিকেও প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন বাংলাদেশী ইঞ্জিনিয়ার তপন মাহমুদ জনি।

অলিম্পিক সম্প্রচার কমিটি ২০২০ টোকিও অলিম্পিকে কাজ করার জন‌্য তাকে বেছে নিয়েছে।

মুসাশিনো ফরেস্ট স্পোর্টস প্লাজাকে এই অনুষ্ঠানের আয়োজক হতে সহায়তা করবেন দেশের এই তরুণ প্রকৌশলী। সে কারণে ব্রাজিলের পর এবার জাপানেও অলিম্পিক সম্প্রচার সংস্থায় বাংলাদেশের পতাকা দেখা যাবে।

এর আগে ২০১৬ রিও অলিম্পিক গেমসকে মডার্ন পেন্টাথলন এবং রাগবি ৭ ইভেন্টটি কভার করতে সহায়তা করেছিলেন বাংলাদেশী এই প্রকৌশলী। রিও’তে বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসরে অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রচারকর্মী ছিলেন তিনি।

কানাডা, রাশিয়া ও জার্মান টেকনিক্যাল সহকর্মীদের সঙ্গে তপন নিজ দেশের লাল-সবুজ পতাকা বহন করেছিলেন। সেখানে তাদের মূল দায়িত্ব ছিল ইভেন্ট ব্রডকাস্ট সুবিধাগুলি বজায় রাখা এবং পর্যবেক্ষণ করা।

রিও অলিম্পিকের অভিজ্ঞতা সম্পর্কে তরুণ প্রকৌশলী তপন বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরে কাজ করতে পেরে একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত।’


ঢাকা/সনি

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়