ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি বেনজীর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পাওয়ার পর শুভানুধ্যায়ীদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।
বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ১৫ এপ্রিল থেকে তাকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
পুলিশ সূত্র জানায়, আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার পরই অনেক শুভাকাঙ্খী ড. বেনজীর আহমেদকে ফোনে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অনেকে বর্তমান কর্মস্থল র্যাব সদর দপ্তরে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে চান। তবে দেশের করোনা প্রাদুর্ভাবের কারণে সতর্কতা এবং জনমানুষের উৎকণ্ঠাময় পরিস্থিতির মধ্যে এ ধরনের শুভেচ্ছা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন ড. বেনজীর।
তিনি সহকর্মীসহ ঘনিষ্ঠদের কোনো প্রকার শুভেচ্ছা গ্রহণ এবং সাক্ষাৎ হবে না- বলে জানিয়ে দেন। আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার পরই বেনজীর আহমেদের এমন সিদ্ধান্ত সহকর্মীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এটি পুলিশ কর্মকর্তাদের অনুপ্রাণীত করেছে বলে মনে করছেন কেউ কেউ।
মাকসুদ/সাইফ
রাইজিংবিডি.কম