প্রধানমন্ত্রীর কাছে নদীভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি দুর্জয়
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা বিভাগের চার জেলা ও ময়মনসিংহ বিভাগের সব জেলায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অনুরোধ জানান।
এমপি দুর্জয় বলেন, ‘আমাদের বড় সমস্যা হচ্ছে পদ্মা, যমুনা, কালিগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদীতে বেশ বড় ভাঙন শুরু হয়েছে। এই নদী ভাঙন এলাকার মানুষের দিকে একটু বিশেষ নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’
মানিকগঞ্জে করোনা মোকাবিলা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে দুর্জয় বলেন, ‘দৌলতপুর ও শিবালয় উপজেলায় অনেক প্রবাসী ছিলেন। যারা ইতালি থেকে সম্প্রতি এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইয়েনে রাখা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় কর্মীদের মাধ্যমে প্রাথমিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছি।’
দুর্জয় আরও বলেন, ‘আমাদের পদ্মা ও যমুনা নদীবেষ্টিত কয়েকটি ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা কঠিন। তাই নারায়ণগঞ্জ থেকে কিছু মানুষ এখানে আশ্রয় নিয়েছিল।’ সেই সমস্যা মোকাবিলায় সক্ষম হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
/এনই/
রাইজিংবিডি.কম