ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

খন্দকার মাহবুবের জামিন

দিলারা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খন্দকার মাহবুবের জামিন

খন্দকার মাহবুব হোসেন

আদালত প্রতিবেদক
ঢাকা, ২৩ জানুয়ারি : রমনা থানার মামলায় জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

আজ বৃহস্পতিবার  বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গত ৭ জানুয়ারি আটক করা হয় খন্দকার মাহবুবকে। পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ৫ জানুয়ারি রমনা থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এ মামলায় নিম্ন আদালতে জামিনের আবেদন করা হলে বুধবার তা নাকচ হয়। আজ এর বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এ বিষয়ে খন্দকার মাহবুবের আইনজীবী মাসুদ রানা বলেন,  রমনা থানার এ মামলাটিতে জামিন মঞ্জুর হওয়ায় খন্দকার মাহবুবের কারামুক্তিতে কোনো বাধা নেই।

 

রাইজিংবিডি / প্রতিবেদক / দিলারা

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়