ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

বাড়ির উঠানে মাছ শিকার

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাড়ির উঠানে মাছ শিকার

বাগেরহাট পৌর পার্কের ঠিক পূর্বপাশে এবং দড়াটানা নদীর পূর্ব পাশে ভদ্র পাড়া গ্রাম।   এই গ্রামের পশ্চিম পাশে নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া আধাপাকা সড়ক খেয়াঘাটের দক্ষিণ পাশ আম্ফানে ভেঙে গেছে।  প্লাবিত হয়েছে গ্রাম।

এই ভাঙা অংশের বাম পাশে রয়েছে একটি বাড়ি।  এই বাড়ির সামনে দিয়ে গ্রামের ভেতরে ঢুকে গেছে একটি ইটের রাস্তা।  রাস্তার পাশে দুটি ঘর।  রাস্তায় দাঁড়িয়ে ঝোপঝাড়ের কারণে ঘর দুটি খুব একটা বেশি স্পষ্টভাবে দেখা যায় না।  বৃহস্পতিবার (২১ মে) গ্রামের ভেতরে পানির অবস্থা দেখতে ইটের রাস্তা দিয়ে সামনে গিয়ে দেখা গেলো ভিন্ন দৃশ্য।

বাড়ির আঙিনায় হাঁটু পানি।  শিশুরা পানিতে হাঁটহাটি করছে। কাছাকাছি একজন নারী দাঁড়িয়ে আছেন।  আর দুজন পুরুষ জাল (ঝাইজাল) নিয়ে আঙিনায় মাছ ধরার চেষ্টা করছেন। প্রথমে একজনে জাল ফেলছেন।  তিনি টেনে পিছনে চলে যাওয়ার পর আবার আরেকজন জাল ফেলছেন।

কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখা যায়, আঙিনায় যখনই কোথাও পানি নড়ে উঠছে,  সেখানেই জাল ফেলছেন।  কখনো জালে ছোট  মাছ ধরা পড়ছে।  আবার কখনো একেবারেই শূন্য, কোনো মাছ উঠছে না।

এই মাছ ধরার দৃশ্য এই রাস্তা দিয়ে যারা যাচ্ছেন, তারা অনেকেই দাঁড়িয়ে দেখছেন।

জানতে চাইলে তারা দুজন (মাছ ধরছেন যারা) বলেন, এখন যেহেতু পানি নদীতে নেমে যাচ্ছে সে কারণে নদী থেকে মাছ চলে  আসছে। 

মাছ কেমন পাচ্ছেন জানতে চাইলে বলেন, পেয়েছি সামান্য কিছু মাছ।  না পেলে তো আর পরিশ্রম করতাম না।


সাওন/সাইফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়