ফ্লোরা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা (ফাইল ছবি)
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। এর আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে রাষ্ট্রপতির আদেশক্রমে পদোন্নতি দেওয়া হলো।
আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) থেকে এ আদেশ কার্যকর হবে।
এর আগে মীরজাদী সেব্রিনা ফ্লোরা ২০১৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান।
রাইজিংবিডিঢাকা/হাসিবুল/জেডআর