ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

বিএসটিআইতে ক্যালিব্রেশন সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২০  
বিএসটিআইতে ক্যালিব্রেশন সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই)  ক্যালিব্রেশন সংক্রান্ত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএম) মো. সাজ্জাদুল বারী, পরিচালক (মেট্রোলজি) মো. খায়রুল ইসলামসহ কর্মকর্তারা।

আরো পড়ুন:

প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল টেস্টিং ক্যালিব্রেশন অ্যান্ড ইন্সপেকশন, ইন্টারটেক বাংলাদেশ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়