বিএসটিআইতে ক্যালিব্রেশন সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) ক্যালিব্রেশন সংক্রান্ত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএম) মো. সাজ্জাদুল বারী, পরিচালক (মেট্রোলজি) মো. খায়রুল ইসলামসহ কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল টেস্টিং ক্যালিব্রেশন অ্যান্ড ইন্সপেকশন, ইন্টারটেক বাংলাদেশ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
হাসিবুল/সাইফ