বিএসটিআই’র অভিযানে ৩ পেট্রোল পাম্পকে জরিমানা
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ৩টি পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
নরসিংদী জেলায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় পরিমাপে জালানি তেল কম দেওয়ায় মেসার্স নাসির সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা, মেসার্স এম এম কে ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা এবং মেসার্স মাহবুব করপোরেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আস সাদিক জামানের নেতৃত্বে বিএসটিআই’র ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।
ঢাকা/হাসিবুল/জেডআর