ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বধ্যভূমির বেদনাগাথা

নিয়ন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৪০, ১৩ ডিসেম্বর ২০২০

ভোরের ঘন কুয়াশার পর্দা ভেদ করে, সবুজ ঘাসের মধ্যে পড়ে থাকা লাল গোলাপের মতো তাদের রক্তাক্ত দেহ খুঁজে পাওয়া গিয়েছিল; পিছমোড়া, মৃত আর আধখোলা চোখে প্রত্যেকে চেয়ে ছিল দিগন্তের দিকে। প্রত্যাশা ছিল এতটুকু- স্বাধীনতা। 

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তিলগ্নে পাকিস্তানি সেনাবাহিনী যখন পরাজয় নিশ্চিত টের পায়, তখনই ঘৃণ্য এক পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নেয় তারা। রাজাকার-আলবদর ও তাদের সহযোগীদের সহায়তায় জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক, চলচ্চিত্র পরিচালক ও অন্যান্য পেশাজীবী মানুষদের নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করে পাকসেনারা।

নৃশংসভাবে হত্যা করা হয়— ড. গোবিন্দচন্দ্র দেব, শহীদুল্লাহ কায়সার, মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, ডা. ফজলে রাব্বীসহ অনেককে। মুক্তিযুদ্ধে জয়লাভের কয়েকদিন পর রায়ের বাজারের বর্তমান স্মৃতিসৌধের স্থানটিতে পাওয়া যায় অনেকের ক্ষত-বিক্ষত মরদেহ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে এই স্থানে নির্মাণ করা হয় বধ্যভূমি স্মৃতিসৌধ।

১৯৯৩ সালে বাংলাদেশ সরকার এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার জায়গায় স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট অব আর্কিটেকটস যৌথভাবে স্মৃতিসৌধের নকশা প্রণয়নের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আহ্বান করে। ২২টি নকশার মধ্যে স্থপতি ফরিদউদ্দীন আহমেদ ও স্থপতি জামি-আল-শফি প্রণীত নকশাটি নির্বাচিত হয়। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব লাভ করে। ১৯৯৬ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণ করতে সময় লাগে ৩ বছর।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে নির্মিত এই স্মৃতিসৌধ তাৎপর্যবহুল হলেও অবহেলায় অযত্নে দিন দিন জৌলুশ হারাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বসিলা-বাবুবাজার রোডের পাশে স্মৃতিসৌধের মূল সীমানা প্রাচীরের বাইরের অংশ প্রায় পুরোটাই একটি উন্মুক্ত ডাস্টবিন। একটু পরপরই দেখা যায় ময়লার স্তূপ। খালি জায়গা পেয়ে মূল ফটকের সামনে বাস পার্কিং করার সুযোগটি হাতছাড়া করেননি বেশ কয়েকজন বাস চালক। এছাড়াও স্মৃতিসৌধের মূল সীমানার ভেতরের বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে অবৈধ রিক্সা গ্যারেজ। শুধু তাই নয়, প্রথম গেটের ডানপাশ থেকে শেষ মাথা পর্যন্ত বসেছে অস্থায়ী বাজার।

দখলদারদের হাত থেকে বাদ যায়নি স্মৃতিসৌধের মূল ফটকটিও। ফটক বন্ধ থাকায় এর সামনের জায়গা দখল করে বসেছে ফুচকা চটপটির দোকান। দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে এসব দোকানের জন্য উপরমহল থেকে কোনোরকম বাধা দেওয়া হয় না। টুকটাক বাধাবিপত্তি আসলেও অনুরোধেই নাকি কাজ হয়! এই জায়গার জন্য টাকার প্রসঙ্গ আসলে তা তারা এড়িয়ে যান তারা।

১৪ ডিসেম্বর, মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সীমানা প্রাচীরের ভেতরে চলছে সংস্কার কাজ। তাই সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তবে সীমানার বাইরের সংস্কার বা পরিচ্ছন্নতা নিয়ে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। এ বিষয়ে কথা হয় স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এমদাদুল হক রিপনের সঙ্গে। তার কাছে স্মৃতিসৌধের বাইরের এমন নোংরা অবস্থার কারণ জানতে চেয়েছিলাম দায় চাপান সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড কমিশনারের উপর।

এমদাদুল হক রিপন বলেন—গত ২০ নভেম্বর থেকে স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করি। ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব গণপূর্তের। সে অনুযায়ী আমরা রক্ষণাবেক্ষণ করি। বাইরের অংশটুকু দুই সিটি কর্পোরেশনের ৩৪-৩৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। এ অংশের দায়িত্ব ওনাদের। সুতরাং ওই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ অগণিত সূর্যসন্তানদের হারিয়েছে। বিজয়ের দ্বারপ্রান্তে এসে ১৪ ডিসেম্বর হারিয়েছে দেশবরেণ্য শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের। তাদের স্মৃতিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মতো এমন একটি স্পর্শকাতর জায়গাকে এভাবে অবহেলায় ফেলে রাখা কখনই কাম্য নয়।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়