ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিটিআরসির চেয়ারম্যান হলেন শ্যাম সুন্দর সিকদার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:০২, ১৪ ডিসেম্বর ২০২০
বিটিআরসির চেয়ারম্যান হলেন শ্যাম সুন্দর সিকদার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শ্যাম সুন্দর সিকদার।

সোমবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৪ ডিসেম্বর অবসরে যাওয়া বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন শ্যাম সুন্দর সিকদার।

আরো পড়ুন:

চলতি বছরের শুরুতেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন শ্যাম সুন্দর শিকদার। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৪ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা।

শ্যাম সুন্দর সিকদার তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার পূর্ব-মাদারীপুরের নড়িয়া থানার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি শরিয়তপুর জেলার অন্তর্গত। তার বাবার নাম গিরেদ্র মোহন সিকদার, মায়ের নাম কৃষ্ণদাসী সিকদার।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়