ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাবুনগরীর কমিটি প্রত্যাখ্যান, নতুন কমিটি ঘোষণা শফীপুত্রের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:২৫, ২৯ ডিসেম্বর ২০২০
বাবুনগরীর কমিটি প্রত্যাখ্যান, নতুন কমিটি ঘোষণা শফীপুত্রের

হেফাজতের সংবাদ সম্মেলনে বক্তব‌্য রাখছেন মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল মাদানি

হেফাজতে ইসলামের আমির বাবুনগরী নেতৃত্বাধীন কমিটি প্রত্যাখ্যান করেছেন আল্লামা শাহ আহমদ শফীর ছেলে মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল মাদানি। একইসঙ্গে তিনি নতুন কমিটিরও ঘোষণা দিয়েছেন।  মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে হেফাজতে ইসলামের ব্যানারে ‘শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
 
ইউসুফ মাদানি বলেন,  ‘হাটহাজারী মাদ্রাসার দায়-দায়িত্ব ছিনিয়ে নিয়েছেন বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী। আল্লামা শফীর মৃত্যুর প্রায় মাসখানেক পর হেফাজতের নামে মামা-ভাগ্নে সিন্ডিকেট করে একটি অবৈধ কাউন্সিলের মাধ্যমে অবৈধ কমিটি করা হয়েছে।’ তিনি বলেন, 'বাবুনগরীর মামা মহিবুল্লাহ বাবুনগরী হেফাজত থেকে দুই বছর আগে পদত্যাগ করেছেন। অথচ তাদের আহ্বানে হেফাজতের তথাকথিত কমিটি গঠন করা হয়েছেন। কমিটিতে প্রায় ২২ জন সদস্য বাবুনগরীর পরিবারের। এছাড়া, দুটি রাজনৈতিক দলের একটির ৩৬ জন আরেকটির ২৪ জন সদস্যকে পদায়িত করা হয়েছে। এর মাধ্যমে একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নসহ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করা হচ্ছে।’

শফীপুত্র আরও বলেন, ‘আমিরের মৃত‌্যুর পর নিয়ম অনুযায়ী মজলিশে শুরা নতুন আমির নিয়োগ করবে। কিন্তু এখানে পুরো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার পেছনে উদ্দেশ্য কী? তাহলে তো মহাসচিবের মৃত্যুর পর নতুন করে পুরো কমিটি গঠন করা প্রয়োজন। হেফাজতের নির্বাহী কমিটি বা মজলিসে আমেলায় সিদ্ধান্ত গ্রহণ না করে,  হেফাজতের গুরুত্বপূর্ণ ৭০ জন কাউন্সিলরকে দাওয়াত না দিয়ে সিন্ডিকেট করে যে কমিটি গঠন করা হয়েছে, তা অবৈধ ও অসাংবিধানিক। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বর্তমান কমিটিকে প্রত্যাখ্যান করছি।’

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে  কওমি মাদ্রাসাভিত্তিক  অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হেফাজতের নতুন আমির নির্বাচিত করা হয় সাবেক মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। একইসঙ্গে কাউন্সিলে ১৫১ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত কমিটিও ঘোষণা করা হয়।  

আরো পড়ুন:

ঢাকা/এসআই/এনই


সর্বশেষ

পাঠকপ্রিয়