ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে, তারা ভুল করছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৫ জানুয়ারি ২০২১  
‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে, তারা ভুল করছে’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে, তারা ভুল করছে। শিগগিরই এ ভুল বোঝাবুঝির অবসান হবে। এগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবার।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান খান কামাল বলেন, `আপনারা দেখেছেন, কারা এটা (ভাস্কর্য ভাঙচুর) করেছে। আমরা সবগুলোকে অ্যারেস্ট করেছি। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্যও ভাঙা হয়েছে। তাদেরও আমরা চিহ্নিত করেছি। তাদের নামে মামলা হয়েছে।’

আরো পড়ুন:

ভাস্কর্য স্থাপনের কারণ ব‌্যাখ‌্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `নতুন প্রজন্ম যাতে চিনতে পারে, জানতে পারে—এই বাঘা যতীন কে ছিল কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন, সারা বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুকে যেন হৃদয়ে ধারণ করতে পারি, সে কারণেই তার ভাস্কর্য আমরা তৈরি বা স্থাপন করি।’

তিনি বলেন, ‘এগুলো হলো ইতিহাস-সংস্কৃতির অংশ। বাংলাদেশে যে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে, তা নয়। আরও অনেক ভাস্কর্য আছে। সারা পৃথিবীতে মুসলিম চিন্তাবিদ বা লিডারদের ভাস্কর্য অনেক জায়গায় আছে। মুসলিম তারকাদের ভাস্কর্য রয়েছে। আমরা মনে করি, ভাস্কর্য পূজার জিনিস নয়, স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস৷’

‘আমরা সবার প্রতি আহ্বান জানাবো, আপনারা আইন হাতে তুলে নেবেন না। এ কাজ (ভাস্কর্য ভাঙচুর) যারা করছেন, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। এগুলো ষড়যন্ত্র, এরা চিহ্নিত ষড়যন্ত্রকারী, এটা তাদেরই অপপ্রয়াস,’ বলেন আসাদুজ্জামান খান কামাল।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব‌্য রাখেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সহ-সভাপতি আসলামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

ঢাকা/পারভেজ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়