ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গ‌্যাসের বকেয়া বিল রোধে দ্রুত প্রিপেইড মিটার চালুর সুপারিশ  

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২১
গ‌্যাসের বকেয়া বিল রোধে দ্রুত প্রিপেইড মিটার চালুর সুপারিশ  

গ্যাসের বকেয়া বিল ঠেকাতে প্রিপেইড মিটার সংযোগ দ্রুত চালু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পাতিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম, বেগম নার্গিস রহমান, মো. নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ। 

সভায় ২০০১ থেকে ২০২০ পর্যন্ত গ্যাসের বকেয়া বিলের সার্বিক চিত্র পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি অনুমোদিত চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।

ঢাকা/আসাদ/এনই


সর্বশেষ

পাঠকপ্রিয়