ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

১০ লাখ টন চাল মজুদ রাখা প্রয়োজন: সিপিডি  

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২১
১০ লাখ টন চাল মজুদ রাখা প্রয়োজন: সিপিডি  

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ও সংকট মোকাবিলায় সামনের দিনগুলোর জন্য অন্তত ১০ লাখ টন চাল মজুদ রাখা প্রয়োজন বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

সোমবার (ফেব্রুয়ারি) ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা জানায় প্রতিষ্ঠানটি। প্রতিবেদনটি অনলাইনে প্রকাশ করা হয়।

সিপিডি চাল মজুদের পাশাপাশি আমাদানির ক্ষেত্রে সরকারি উদ্যোগের ওপর জোর দিয়ে জানায়, গত বছর ফেব্রুয়ারিতে চাল মজুদ ছিল ১৫ লাখ টন; চলতি বছর একই সময় মজুদ রয়েছে ৭ লাখ টন। সামনের দিনগুলোর জন্য অন্তত ১০ লাখ টন চাল মজুদ রাখা প্রয়োজন। 

খেলাপিদের নতুন করে ঋণ দেয়ার ব্যাপারে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। প্রণোদনা প্যাকেজের অর্থ প্রাপ্তদের ব্যাপারে সঠিক তথ্য প্রকাশেরও দাবি জানান তিনি। 

অনুষ্ঠানে টেকসই অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া নানা পদক্ষেপের সমালোচনাও হয়। তবে করোনা মহামারিতে বাংলাদেশের অর্থনীতি অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক ভালো করেছে বলে মনে করছে সিপিডি।

 

ঢাকা/হাসিবুল/এসএন 


সর্বশেষ

পাঠকপ্রিয়