ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৪২ সেবা দেওয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১১ মার্চ ২০২১  
‘ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৪২ সেবা দেওয়া হচ্ছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম (ফাইল ফটো)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৪২ সেবা দেওয়া হচ্ছে। প্রান্তিক উন্নয়নে স্থানীয় সব প্রশাসনকে সমন্বয়ে নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেন্টার ফর ডায়লগ পলিসি (সিপিডি) আয়োজিত নাগরিক সম্মেলন-২০২১’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা দেশে যে পরিমাণ ইউনিয়ন পরিষদ রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করলে প্রতিটি গ্রামের চিত্র পাল্টে যাবে।’

আরো পড়ুন:

প্রকল্প সমন্বয়ক হিসেবে প্রবন্ধ উপস্থাপনে সিপিডির প্রধান গবেষক ও সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেবার কার্যক্রম সবার সমন্বয়ে করতে হবে। একটা ফ্রেমওয়ার্ক প্রয়োজন, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখবে।’

সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক বলেন, ‘এসডিজি উন্নয়নের জন্য সরকার, নাগরিক, স্থানীয় সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকার করেনার মধ্যেও সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তবে এসডিজির বাস্তবায়নে সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করা ও সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সভাপতির বক্তব্যে সিপিডির চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান বলেন, ‘এসডিজি বাস্তবায়নের লক্ষ্য পূরণে স্থানীয় সরকার প্রতিনিধিদের এগিয়ে আসার পর্যবেক্ষণ রিপোর্ট আশাজনক।’

ঢাকা/হাসিবুল/ইভা    

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়