মরক্কোয় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শাহাদত হোসেন
শাহাদত হোসেন (ফাইল ফটো)
মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শাহাদত হোসেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাহাদত হোসেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে বেলজিয়াম, ইতালি ও কাতারে রাষ্ট্রদূত ও শ্রীলঙ্কায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, নিউইয়র্ক, কায়রো, ইসলামাবাদ, দিল্লিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শাহাদত হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা/হাসান/রফিক