ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বাংলা একাডেমি পুরস্কার পেলেন ১০ সাহিত্যিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১৮ মার্চ ২০২১   আপডেট: ০৬:০৬, ১৯ মার্চ ২০২১
বাংলা একাডেমি পুরস্কার পেলেন ১০ সাহিত্যিক

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। ১০ বিভাগে ১০ জন এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

আরো পড়ুন:

ইয়ামিন/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়