ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

হেফাজতের হরতালে যান চলাচল স্বাভাবিক

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৮ মার্চ ২০২১   আপডেট: ১২:০২, ২৮ মার্চ ২০২১
হেফাজতের হরতালে যান চলাচল স্বাভাবিক

হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে বাসসহ সকল প্রকারের যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, অন্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ি  কম চলাচল করছে।

রোববার (২৮ মার্চ) রাজধানীর গুলিস্তান, শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ী এলাকায় এমন চিত্র  দেখা গেছে। তবে সকাল ৯টা পর্যন্ত যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে।

অন্যান্য দিনের তুলনায় সড়কে যাত্রী সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান করছেন। তবে,এসব এলাকায় কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।

আরো পড়ুন:

গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও অন্যদিনের মতো গাড়ির জট নেই। একই অবস্থা গুলিস্তানে। অন্যান্য কর্মদিবসে গাড়ির জটলা থাকলেও আজ তা অনেকটাই কম।

এদিকে, গণপরিবহন কিছুটা কম থাকায় চাহিদা বেড়েছে রিকশা-সিএনজির। সব জায়গায়ই এসব পরিবহনের চলাচল বেশি দেখা গেছে।

কাকরাইলের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আব্দুর রহমান বলেন, ‘রাজধানীর রাস্তাগুলোতে যানবাহন অন্য দিনের তুলনায় কিছুটা কম। রায়েরবাগ থেকে গুলিস্তান এসেছি। তবে এখন গুলিস্তান থেকে কাকরাইল দিকে যাওয়ার গাড়ি পাচ্ছি না। অন্যান্য দিন একের পর এক গাড়ি আসলেও আজ গাড়ির সংখ্যা অনেকটাই কম।’

গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এস আই রবিউল হক জানান, হরতালের জন্য গাড়ি চলাচল কিছুটা কম। পুলিশ সতর্ক অবস্থায় আছে। যারা জনগণের জানমাল ও গাড়ি ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রাবাড়ীর কাজলাতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান বলেন, ‘বাসসহ বিভিন্ন গাড়ি কিছুটা কম চলছে। অন্যান্য কর্মদিবসে তুলনায় ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা কম। নাশকতা এড়াতে রাজধানীর প্রতিটি মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান করছেন।’

ঢাকা/আসাদ/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়