ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

নৃশংসতা বন্ধ না হলে কঠোর ব‌্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২৮ মার্চ ২০২১   আপডেট: ০৩:৩৪, ২৯ মার্চ ২০২১
নৃশংসতা বন্ধ না হলে কঠোর ব‌্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)

গুজব ছড়িয়ে দেশে নাশকতার চেষ্টা করা হচ্ছে  বলে মন্তব‌্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘শিগগিরই এই নৃশংসতা বন্ধ না হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।’

রোববার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এসব কর্মকাণ্ড করছে, তাদের এসব থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না হলে  আইন অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।  যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন আরও ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সরকার সবধরনের ব্যবস্থা নেবে।’

আরো পড়ুন:

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা মনে করি, এই অহেতুক অবস্থা তৈরি করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, জানমালের ক্ষয়ক্ষতি করা—এটা আমাদের কারও কাছে কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।  এসব ক্ষতিকর কাজের সঙ্গে যারা জড়িত আছে, তাদের সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় আজকে প্রেসক্লাবেও অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলো পর্যবেক্ষণ করছে।’ 

/ই/এনই/


সর্বশেষ

পাঠকপ্রিয়