ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

শ‌বে বরা‌তে করোনা থে‌কে মুক্তি কামনায় বায়তুল মোকারর‌মে দোয়া

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২৯ মার্চ ২০২১   আপডেট: ০৩:১৫, ৩০ মার্চ ২০২১
শ‌বে বরা‌তে করোনা থে‌কে মুক্তি কামনায় বায়তুল মোকারর‌মে দোয়া

প‌বিত্র শ‌বে বরা‌তের রা‌তে ক‌রোনা সংক্রমণ থে‌কে দেশ জা‌তি ও মুস‌লিম উম্মাহর হেফাজ‌তের জন‌্য বি‌শেষ দোয়া মোনাজাত করা হ‌য়ে‌ছে। 

সোমবার (২৯ মার্চ) রা‌তে প‌বিত্র এশার নামা‌জের পর দোয়া মোনাজাত ক‌রেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। 

এসময় তি‌নি ব‌লেন, ‘হে আল্লাহ, ম‌হিমা‌ন্বিত এই রজ‌নীতে আজ তোমার কা‌ছে যা-ই চাওয়া হ‌বে তু‌মি তাই কবুল কর‌বে। আজ‌কে আমরা তোমার কা‌ছে ফ‌রিয়াদ কর‌ছি, আমা‌দের দোয়া কবুল ক‌রো। ক‌রোনা থে‌কে আমা‌দেরকে হেফাজত ক‌রো। ক‌রোনাসহ সব মহামারী দূর ক‌রে দাও। তু‌মি আামা‌দের গুনাহ মাফ ক‌রে দাও। আমা‌দের মা-বাবা প‌রিবা‌রের যারা কবরবাসী হ‌য়ে‌ছেন তা‌দের সবাই‌কে ক্ষমা ক‌রে দাও। আমা‌দের সবাইকে খা‌লেছ বান্দাহ হি‌সে‌বে কবুল ক‌রো। আমা‌দের হালাল রি‌জি‌কের ব‌্যবস্থা ক‌রো। আমাদের দেশ‌কে শা‌ন্তি‌তে নিরাপ‌দে রা‌খো।’

আরো পড়ুন:

 

এরআগে পবিত্র শবে বরাত ১৪৪২ হিজরি উদযাপন উপলক্ষে সন্ধ্যা ৬.৩০টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ‘পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীগণ অংশ নেন।

সোমবার শ‌বে বরাতের ম‌হিমা‌ন্বিত এই রজ‌নী‌তে রাজধানীর জাতীয় মস‌জিদ বায়তুল মোকারর‌মে এশার নামা‌জের পর‌ থে‌কে এবাদত বন্দে‌গি‌তে মশগুল র‌য়ে‌ছেন ধর্মপ্রাণ মুস‌ল্লিরা। ব‌য়োবৃদ্ধ থে‌কে শুরু ক‌রে শিশু কি‌শোররাও এসে‌ছেন মস‌জিদে। কোরআন খতম, জি‌কির আজ‌কের লিপ্ত মুস‌ল্লিরা। পুরুষ‌দের পাশাপা‌শি নারীরাও নামাজ-দোয়া-এবাদত ব‌ন্দে‌গি‌র মাধ‌্যমে বায়তুল বায়তুল মোকাররমে ফজর নামাজ পর্যন্ত জি‌কির আজ‌কের মশগুল থাক‌বেন ধর্মপ্রাণ মুস‌ল্লিরা।

ঢাকা/নঈমুদ্দীন/সনি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়