ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

লকডাউনে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চালু রাখার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৩ এপ্রিল ২০২১  
লকডাউনে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চালু রাখার দাবি

করোনাভাইরাসে সংক্রমণ রোধে ১৪ থেকে ২০ এপ্রিল সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। ফলে প্রায় ৭০ হাজার মধ্যপ্রাচ্যগামী অভিবাসী কর্মীর কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিদেশে যেতে না পারলে পরিবার নিয়ে পথে বসতে হবে তাদের। এ খাতে ক্ষতি হতে পারে আনুমানিক ৬ হাজার কোটি টাকা। লকডাউনের মধ্যে মধ্যপ্রাচ্যগামী বিশেষ ফ্লাইট চালু রেখে তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সভাপতি ড. মোহাম্মদ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী রিয়াজ উল ইসলাম, সিরাজ মিয়া, মোস্তফা মাহমুদ, গোলাম মোস্তফা বাবুল, মোহাম্মদ আমিনুল হক প্রমুখ।

ড. ফারুক বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে এই সেক্টরের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষের মধ্যে হতাশা নেমে এসেছে। ২০ হাজার কর্মী টিকেট কিনেছেন। তারা মধ‌্যপ্রাচ‌্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আরও ৫০ হাজার কর্মী ভিসা করে অপেক্ষমান আছেন। এদের অনেকের ভিসার মেয়াদ শেষ। যেতে না পারলে ভিসা বাতিল হয়ে যাবে। যারা টিকেট কেটেছেন করোনার কারণে যেতে না পারলে তাদের টাকা এয়ারলাইন্সগুলো ফেরত দেবে না। নন-রিফান্ডেবল টিকেট কেটে কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন সবাই। এ অবস্থায় মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক ফ্লাইট চালু করে ৭০ হাজার কর্মী ও তাদের পরিবারকে বাঁচাতে হবে।’

আরো পড়ুন:

তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় ৭০ হাজার কর্মী মধ্যপ্রাচ্যে নিজ কর্মস্থলে যেতে না পারলে তাদের জায়গায় অন্য দেশ সুযোগ নেবে, জানিয়ে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের প্রধান সমন্বয়কারী রিয়াজ উল ইসলাম বলেন, ‘যথাসময়ে বিশাল এই কর্মী বাহিনী যেতে না পারলে দেশের জনশক্তি রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাদের অনুপস্থিতির কারণে মধ্যপ্রাচ‌্যের দেশগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে দেশের বড় ক্ষতি হবে।’

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়