ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

‘রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে কবরীর অবদান স্মরণীয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১৭ এপ্রিল ২০২১  
‘রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে কবরীর অবদান স্মরণীয়’

সারাহ বেগম কবরী (ফাইল ফটো)

বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, সাবেক এমপি সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। 

শনিবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় আমির হোসেন আমু বলেন, ‘বাংলা চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান স্মরণীয়। এই মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ 

আমির হোসেন আমু মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো পড়ুন:

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৫ এপ্রিল বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে হঠাৎ করে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে চিন্তায় পড়েন সারাহ বেগম কবরী। পারিবারিক চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

## সারাহ বেগম কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

## কবরী এখন শুধুই স্মৃতি: উজ্জল

## ‘কবরী আপা স্বর্ণমুকুট হয়ে থাকবেন চিরজীবন’

## অভিভাবক হারানোর শোক অনুভব করছি: শাকিব খান

ঢাকা/পারভেজ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়