ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৫৭, ২০ এপ্রিল ২০২১
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে

অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে আপাতত কক্সবাজার রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সীমিত পরিসরে বুধবার (২১ এপ্রিল) থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি। কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট চলাচল করবে, এ বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে।’

আরো পড়ুন:

প্রসঙ্গত, নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। সেদিন থেকেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ আছে। এরপর সর্বাত্মক লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলও বন্ধ ঘোষণা করা হয়।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়