লকডাউনে কর্মহীন মোটর মেকানিকদের ত্রাণ দেওয়ার দাবি
লকডাউনে কর্মহীন হয়ে পড়া মোটর মেকানিকদের ত্রাণ ও রেশন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশন।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বিবৃতিতে তিনি বলেন, ‘মোটর মেকানিকরা গাড়ি মেরামত করে বলেই যোগাযোগ ব্যবস্থা সচল থাকে। এই করোনাকালে তাদের পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের দেশের অটোমোবাইল সেক্টরকে শিল্প খাত ঘোষণা করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করা হলেও তা প্রাতিষ্ঠানিক খাত হিসেবে গড়ে ওঠেনি। এই সেক্টরের মেকানিকরা দক্ষতাসম্পন্ন, তাদের আছে উদ্ভাবনী ক্ষমতা। প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে সোনার ছেলে হয়ে সোনার বাংলা গড়ে তোলায় ভূমিকা নিতে পারত। এই লকডাউনের সময় মোটর মেকানিকরা কর্মহীন হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। তাদের সুনির্দিষ্ট বেতন নেই। বেশিরভাগই দিন আনে দিন খায় পদ্ধতিতে জীবনধারণ করে।’
তিনি কর্মহীন মোটর মেকানিকদের ত্রাণ ও নামমাত্র মূল্যে রেশন দেওয়ার জোর দাবি জানান।
ঢাকা/হাসান/রফিক