ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

চলে গেলেন শিল্পপতি দ্বীন মোহাম্মদ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৪৯, ২৭ এপ্রিল ২০২১
চলে গেলেন শিল্পপতি দ্বীন মোহাম্মদ

দেশের বেসরকারি ব্যাংক এবং লিজিং খাতের পথিকৃৎ, ফিনিক্স গ্রুপের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ আর নেই।  সোমবার (২৬ এপ্রিল) রাত ১টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

তার বয়স হয়েছিল ৮৩ বছর।  তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

দ্বীন মোহাম্মদের ঘনিষ্ঠজন ও শেয়ারবিজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ সাজিদ বলেন, রাজধানীর লালবাগ শাহী মসজিদে তাকে দাফন করা হবে।

আরো পড়ুন:

১৯৩৮ সালের ৩ আগস্ট জন্ম নেওয়া দ্বীন মোহাম্মদ ১৯৬০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। পাশাপাশি, দ্বীন মোহাম্মদ বিভিন্ন ক্রীড়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনেও জড়িত ছিলেন।

তার বাবার নাম ছিল হাজী নুর মোহাম্মাদ। জন্মের পর থেকেই তিনি ব্যবসায়িক পরিবেশে বড় হতে থাকেন। আদমজী, লতিফ বাওয়ানী ও ইস্পাহানির মতো বনেদি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে দ্বীন মোহাম্মদের বাবার ব্যবসায়িক সম্পর্ক ছিল।  তাই তরুণ বয়স থেকেই তার মধ্যে বড় শিল্প গড়ে তোলার ইচ্ছা প্রবল হয়।  বাবার কাছ থেকে ষাটের দশকে ২০ হাজার টাকা নিয়ে ট্রেডিং ব্যবসা দিয়ে পথচলা শুরু হলেও অল্প সময়ের মধ্যে তিনি ব্যবসায়ে সুনাম অর্জন করেন। তারপর ট্রেডিং থেকে তিনি মনোনিবেশ করেন শিল্পপণ্য উৎপাদনে।

বিভিন্ন সাক্ষাৎকারে তিনি একাধিকবার বলেছেন, ট্রেডিং ব্যবসায় ব্যবসায়ীর লাভ বেশি হলেও দেশের তেমন উপকার হয় না। পণ্য উৎপাদনে দেশে স্বয়ংসম্পূর্ণতা ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পের কোনো বিকল্প নেই। তাই তিনি শিল্প স্থাপনে মনোযোগী হয়েছেন। একে একে গড়ে তুলেন ফিনিক্স টেক্সটাইল মিলস, ফিনিক্স স্পিনিং মিলস, ফিনিক্স ফেব্রিকস, রংধনু স্পিনিং মিলস, ইস্টার্ন ডায়িং অ্যান্ড ক্যালেন্ডারিং ওয়ার্কস, ফিনিক্স লেদারসহ একডজনের বেশি প্রতিষ্ঠান। এসব নিয়েই তার ফিনিক্স গ্রুপ। তাছাড়া দ্বীন মোহাম্মদ সিটি ব্যাংক, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফিনিক্স সিকিউরিটিজ ও ফিনিক্স হোল্ডিংসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়