ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ডব্লিউএসআইএস পুরস্কার জিতেছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৮ মে ২০২১  
ডব্লিউএসআইএস পুরস্কার জিতেছে বিটিআরসি

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) প্রাইজ-২০২১’ জিতেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১৮ মে ) ‘ডব্লিউএসআইএস প্রাইজ ২০২১ গিভিং সিরিমনি’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে ৯০টি প্রকল্পের মধ‌্যে থেকে ১৮টি প্রকল্পকে জয়ী ঘোষণা করা হয়।

‘অ্যাকশন লাইন সিফাইভ’ ক্যাটাগরিতে এ পুরস্কার জয়ী হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। অ্যাকশন লাইন সিফাইভের মূল প্রতিপাদ্য হলো—বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটি’স।

আরো পড়ুন:

প্রতিবছর ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ইউনিয়নের উদ্যোগে তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি বা ডব্লিউএসআইএস পুরস্কার দেওয়া হয়। জীবনকে সহজ করে, এমন সব ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনকে পুরস্কৃত করে সংস্থাটি। মনোনয়নের পর ভোটাভুটির মাধ্যম সেরার পুরস্কার পায় উদ্যোগগুলো।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়